দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ; পুরুষের চেয়ে মহিলার সংখ্যা প্রায় ১৬ লাখ বেশী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ০৭:১৯ পিএম

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ; পুরুষের চেয়ে মহিলার সংখ্যা প্রায় ১৬ লাখ বেশী

সরকারের সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন এবং মহিলা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।

হিসেব অনুযায়ী দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৯১৭ জন বেশী।এছাড়া দেশে তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে পরিচিত জনগোষ্ঠীর পরিমাণ ১২ হাজার ৬২৯ জন। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ প্রাপ্ত  এ সমন্বয়কৃত (adjusted) তথ্য প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি, বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেন, জনশুমারি প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন।

এর আগে গত বছরের ২৭ জুলাই তারিখে প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা (১৫-২১ জুন) ২০২২ এর প্রাথমিক রিপোর্টে বলা হয় দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে এই জনশুমারি কার্যক্রম পরিচালনা করে।

এবার পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট Coverage ও Content Error নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) অক্টোবর ২০২২ সময়ে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই (Post Enumeration Check-PEC) জরিপ পরিচালনা করে।

বিআইডিএস কর্তৃক ১০ থেকে ১৬ অক্টোবর ২০২২ সময়ে দেশের মোট ৩৭৮ টি গণনা এলাকায় Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে পিইসি জরিপ পরিচালনা করা হয়। এ কাজে বিআইডিএস ৩৫০ জন গণনাকারী ও ৩৫ জন সুপারভাইজার নিয়োগ করে। নিয়োগকৃতদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তৈরী করে নেয়া হয়।

বিআইডিএস গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ২.৭৫ শতাংশ Net Coverage Error (NCE) উল্লেখ করে পিইসি জরিপের প্রতিবেদন দেয়।

বিআইডিএস জরিপে প্রাপ্ত NCE এর আলোকে শুমারির সমন্বয়কৃত জনসংখ্যা (Adjusted Population) প্রকাশ করলো বিবিএস।

জনশুমারিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, ঢাকা বিভাগের গণনাকৃত জনসংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

ঢাকা বিভাগে মোট জনসংখ্যার ২৬.৮৮ শতাংশের বসবাস। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।

জনশুমারি অনুযায়ী জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার। এর আগে ২০১১ সালে পরিচালিত শুমারি অনুযায়ী এদের সংখ্যা ছিলো ১৫ লাখের একটু বেশী।

এছাড়াও জনশুমারিতে ১৭ হাজার ৫০৭ টি খানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রতি ১০ বছর পরপর আদমশুমারী বা জনশুমারী পরিচালিত হয়। সর্বশেষ ২০২২ সালের জনশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২ শতাংশ।

Link copied!