দেশে হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:২২ এএম

দেশে হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

চলতি মাসে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ ও ঝড়বৃষ্টি হতে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এ মাসের শুরুতেই বয়ে যেতে পারে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের বিষয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান।

আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আরও দুয়েকদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

Link copied!