ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত দৈনিক বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন। ১৯ জুন সোমবার থেকে তার ওই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে।
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। প্রায় চার দশক তার কণ্ঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাফল্য-ব্যর্থতার লাইভ খবর জেনেছে বাংলাদেশের মানুষ।
১৯৮০ সাল থেকে ধারাভাষ্যের সাথে জড়িত থাকার সুবাদে ১৬টি ক্রিকেট বিশ্বকাপ (ওয়ান ডে ও টি২০সহ) তার কণ্ঠ শ্রোতাদের আনন্দ দিয়েছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে তার কণ্ঠে ‘এক বল, এক রান’- ধারাভাষ্য দেশের মানুষদের মনে সাড়া জাগায়।
জাফরউল্লাহ শারাফাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে খেলার ধারাভাষ্য দিয়েছেন। এসব দেশের সব বিখ্যাত মাঠে অনুষ্ঠিত খেলার ধারাভাষ্যকার ছিলেন তিনি। এ ছাড়া তিনি ফুটবল ধারাভাষ্যকার হিসেবেও ছিলেন জনপ্রিয়।