দ্বিতীয় দিনেও অনশনে বিএসএমএমইউ’র পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভট চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ০৩:০১ পিএম

দ্বিতীয় দিনেও অনশনে বিএসএমএমইউ’র পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভট চিকিৎসকরা

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা ভাতার পরিমাণ বাড়ানো ও নিয়মিত দেওয়ার দাবিতে কর্মবিরতির দ্বিতীয় দিনেও  গণঅনশন কর্মসূচি পালন করেছে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী।

তিনি বলেন,“আমরা চাই না কর্মবিরতিতে গিয়ে রাস্তায় থাকতে। আমরা হাসপাতালে ফিরে যেতে চাই। আমরা চাই না, রোগী দুর্ভোগে পড়ুক।মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মায়ের মত। তিনি যদি আমাদের দাবিটা মেনে নেন, তাহলে আমরা হাসপাতালে ফিরে যাব।"

ভাতার পরিমাণ ৫০ হাজার টাকা বাড়ানো্র দাবি জানিয়ে ডা. নূরুন্নবী বলেন, “আমরা এখন ২০ হাজার টাকা ভাতা পাই। সেটা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করতে হবে। আমরা এখন যে ভাতাটা পাই, সেটা ৬ মাস পর পর পাই। এই ৬ মাস আমরা কীভাবে চলব? আমাদের তো পরিবার আছে। আমরা চাই, ভাতাটা যাতে প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হয়।“

বিএসএমএমইউ এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের ( বিসিপিএস) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা গতকাল শনিবার থেকে এই কর্মবিরতি কর্মসূচি শুরু করেন।  

প্রসঙ্গত, একই দাবি নিয়ে গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।

ওইসময় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছিলেন,  “তাদের (নন রেসিডেন্টদের) ভাতা গত ঈদের আগে আমাকে দেওয়া হয়নি। আমি মানবিক কারণে আমার ফান্ড থেকে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। নয় মাস তাদের ভাতা বাকি আছে, সেটা আমি চেয়েছি, আশা করছি এই বাজেটে পেয়ে যাব।”

Link copied!