প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। তবে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে।"
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন সংকটে নিমজ্জিত। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।
সরকারপ্রধান বলেন, এ সংকট থেকে উত্তোরণের জন্য সরকার চেষ্টা করছে। পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে। সম্পদের অপচয় করা যাবে না।
সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।