দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি ঠেকাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি। বুধবার রাজধানীর পল্টন মোড়ের সমাবেশের আয়োজক ছিলো সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি। সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে গিয়ে ঠেকেছে। সিপিবি ঘোষিত ‘দাম কমাও, জান বাঁচাও’ দিবসে এসব কথা বলেন বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন।