দ্রুত সময়ের মধ্যে সেরামের টিকা পাবে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ১২:০৫ পিএম

দ্রুত সময়ের মধ্যে সেরামের টিকা পাবে বাংলাদেশ

চুক্তি অনুযায়ি ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা টিকা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী।এ বিষয়ে আলোচনার জন্য তিনি দেশে (ভারতে) যাচ্ছেন বলেও তিনি জানান।

রবিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে সস্ত্রীক নিজ দেশে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিক্রম দোরাই স্বামী বলেন, ‘বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত বাকি টিকা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে সরবরাহ করা যায় সেই চেষ্টাই চলছে।’
আখাউড়া-আগরতলা রেলপথের কাজ দেরি হচ্ছে কেনো- সাংবাদিকদের এমন প্রশ্নের  জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিভিন্ন কারণে আখাউড়া-আগরতলা রেলপথের কাজ বিলম্বিত হচ্ছে। তবে আগামী ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ করে আখাউড়া-আগরতলা রেললাইন চালু করা যাবে।’

সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ বেক্সিমকোর মাধ্যমে তিন কোটি ডোজ অক্সফোর্ডের টিকা  কেনার চুক্তি করে৷ চুক্তি অনুাযায়ী প্রথম চালানের ৫০ লাখ টিকা আসে গত জানুয়ারি মাসে৷ ফেব্রুয়ারি মাসে আসে ২০ লাখ৷ এরপর সেরাম আর কোনো টিকা পাঠায়নি৷ কথা ছিল প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠাবে তারা৷

এই চুক্তির বাইরে ভারত সরকারের কাছ থেকে শুরুতেই ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পায় বাংলাদেশ৷ এছাড়া নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় উপহার হিসেবে আসে আরো ১২ লাখ৷ ভারতের সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধানকে উপহার দিয়েছেন এক লাখ৷

বাংলাদেশে ব্যাপকভাবে  প্রথম ডোজ টিকা দেয়া শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি৷ এরপর দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় ৮ এপ্রিল থেকে৷

Link copied!