ধর্ষিতা পর্যটক ৩ মাস ধরে অবস্থান করছিলেন কক্সবাজারে: পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ১১:৩৮ পিএম

ধর্ষিতা পর্যটক ৩ মাস ধরে অবস্থান করছিলেন কক্সবাজারে: পুলিশ

কক্সবাজার সৈকতে বেড়াতে এসে ধর্ষণের ঘটনার মামলায় বাদী এবং ধর্ষণের শিকিার নারীকে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য জানিয়ে পুলিশ। ওই নারী পর্যটকের পূর্ব পরিচিত ছিলেন ঘটনার মূলহোতা ও মামলায় অভিযুক্ত আশিকুল ইসলাম আশিক। এবং ওই নারী প্রায় ৩ মাস যাবৎ কক্সবাজারে অবস্থান করছিলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ভুক্তভোগী নারী এবং তার স্বামীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে ওই নারী তিন মাস ধরে কক্সবাজারে অবস্থানের কথা জানিয়েছেন। এছাড়াও এ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামের সঙ্গে তার (নারীর) পূর্ব পরিচয় থাকার কথাও স্বীকার করেছেন।”

আশিক কক্সবাজার শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৬টি মামলার আসামি। তিনি মাদক সেবক ও মাদক ব্যবসায়ী। এ ধরনের একজন অপরাধীর (আশিকের) সঙ্গে বাইরের আরেকজন নারীর পরিচয় থাকা সন্দেহজনক।

জিল্লুর রহমান আরও বলেন, “ঘটনাটি শুধু একপক্ষের কথা শুনে তদন্ত করলে হবে না। যে অভিযোগটি উঠেছে তার পক্ষে-বিপক্ষে আমরা উভয় দিক বিবেচনা করে তদন্ত কাজ চালাচ্ছি।”

পুলিশ জানায়, আশিকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র, মাদকসহ মোট ১৬টি মামলা রয়েছে। সবশেষ গত ৭ নভেম্বর একটি ছিনতাই মামলায় পুলিশ আশিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে চলতি মাসে জামিনে বের হয়ে আসেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। আশিকুল ইসলামসহ এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Link copied!