জুন ২০, ২০২৩, ০৮:৫৬ পিএম
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উল্টো দিক দিয়ে পদ্মা সেতুতে উঠে পড়ার পর “নিরাপত্তাকর্মীদের ধাওয়ার মুখে” পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া সেই ব্যাটারিচালিত রিকশা চালকের খোঁজ পাওয়া যায়নি।
পদ্মা নদীতে ব্যাপক স্রোত থাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক।
এর আগে রবিবার দিবাগত রাত দেড়টায় উল্টো পথে ঢুকে যায় রিকশাটি। কিছুক্ষণ পর নিরাপত্তা কর্মীদের নজরে এলে তারা অটোচালকের দিকে এগিয়ে যান তারা। তাদের দেখে চালক অটোরিকশাটি আরও দ্রুত চালাতে শুরু করেন। একপর্যায়ে বিকল একটি কর্ভাডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় রিকশাটি। এরপর নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে ২১ নম্বর খুঁটি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সেই চালক।
প্রথম আলো সূত্রে জানা গেছে, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল রাজ্জাক বলেন, পদ্মা সেতুর ওপর থেকে ঝাঁপ দেওয়া সেই অটোরিকশা চালকের সন্ধানে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালান। ১১ ঘণ্টার অভিযানে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান স্থগিত করা হয়েছে। তা ছাড়া ওই চালকের নাম-পরিচয় বা নদীতে ঝাঁপ দেওয়ার কারণ জানা সম্ভব হয়নি।