নজরুলের মতো দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২২, ০৩:৩৮ পিএম

নজরুলের মতো দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র বাংলাদেশকে আজ দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার, নির্যাতন গ্রাস করে ফেলেছে। এখান থেকে আমাদের বেরোতে হবে। ঘুম থেকে জেগে উঠতে হবে। নজরুলের মতো দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে আমাদের।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবির ১২৩তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 ফখরুল বলেন, কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। ঘুমিয়ে পড়ার গান, প্রেমের গান, এগুলো দিয়ে এখন আর হবে না। এখন জেগে ওঠার গান শোনাতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এতবেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। নজরুলকে আগামী দিনে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়ার জন্য এবং বর্তমান ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা থেকে বেরিয়ে আসার জন্য, আসুন আমরা সবাই সেই গানের সঙ্গে গলা মিলাই ‘বলো বীর বলো উন্নত মম শির’।

নজরুল গবেষক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আয়োজিত সংগঠনের প্রধান সমন্বয়কারী হুমায়ূন কবির ব্যাপারীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

Link copied!