নতুন আয়োজনে এবার হবে ছায়ানটের বর্ষবরণ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৪:৩৬ এএম

নতুন আয়োজনে এবার হবে ছায়ানটের বর্ষবরণ

এবার রাজধানীর রমনায় পয়লা বৈশাখে বর্ষবরণের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠান করবে ছায়ানট। এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। শনিবার বিকেলে ধানমন্ডির ছায়ানট–সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনে ছায়ানটের সভাপতি বরেণ্য সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন জানান, নব–আনন্দে জেগে ওঠার প্রেরণা নিয়ে পয়লা বৈশাখের প্রভাতি অনুষ্ঠান আয়োজন করা হবে। এ জন্য এক মাসের বেশি সময় ধরে মহড়া চলছে।

সন্‌জীদা খাতুন বলেন, ‘গত দুই বছর আমরা এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে গেছি। অনেককে হারিয়েছি। কিন্তু তারপরও সরকার ও জনসাধারণের সম্মিলিত প্রয়াসে সেই দুঃসময় অতিক্রম করে আবার ঘুরে দাঁড়িয়েছি। এক নতুন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। এই নবজাগরণকে আমরা আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে চাই। সে কারণে এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূলভাব নির্ধারণ করা হয়েছে নব–আনন্দে জাগো। গানগুলোও সেভাবে সাজানো হয়েছে।’

ছায়ানটের সভাপতি বাঙালির জাতিসত্তার উন্মেষ এবং স্বাধিকার চেতনার বিকাশে সাংস্কৃতিক কর্মপ্রয়াসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা যে বাঙালি, পাকিস্তান আমলে সে কথা বলার সাহস পেতাম না। একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল। সেই পরিবেশে বাঙালি সংস্কৃতির পরিচয় তুলে ধরতে ছায়ানটের এই পয়লা বৈশাখের অনুষ্ঠান বিশেষ ভূমিকা রেখেছিল। বাঙালিদের মনে স্বাধিকার বোধ জাগ্রত করতে পেরেছিল। এটাই ছায়ানটের বড় অর্জন। এই অনুষ্ঠান সারা দেশে ছড়িয়ে গেছে। পয়লা বৈশাখের উৎসব মানুষের মনে যে জাগরণ সৃষ্টি করেছিল, তা আজ দেশের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমদ লিসা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহসভাপতি আতিউর রহমান ও শিল্পী খায়রুল আনাম শাকিল। 

Link copied!