নদী নিয়ে আমাদের চেয়ে বেশি কেউ ভাবেনি: নৌপ্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০৫:৫৩ পিএম

নদী নিয়ে আমাদের চেয়ে বেশি কেউ ভাবেনি: নৌপ্রতিমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধ শেষে ৭ টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। কিন্তু আমরা ক্ষমতায় এসেই ড্রেজার সংযোজন করেছি। বর্তমানে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ নদী নিয়ে ভাবছেনা।

রবিবার বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন এবং সুধি সমাবেশে নৌ পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সকলের জন্য চিন্তা করছেন মন্তব্য করে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, “তিনি(প্রধানমন্ত্রী) পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে সকল জনগণকে এক কাতারে নিয়ে এসেছে। পদ্মা সেতুর পিলারে যখন ধাক্কা লাগে তখন বিএনপির নেতারাও আফসোস করেছিল। এ থেকে বুঝা যায় কতটা প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো কতটা গুরুত্ব বহন করে।”

বিআইডব্লিউটিএ'র  চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংসদ সদস‍্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

প্রসঙ্গত, দ্রুত ও স্বল্প সময়ে বিআইডব্লিউটিএ'র ড্রেজারসমূহ মেরামত, সংরক্ষণ ও অপারেশনে সহায়তার লক্ষ‍্যে সরকার দেশে পাঁচটি 'ড্রেজার বেইজ' স্থাপন করছে। রবিবার মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে শিমুলিয়ার ড্রেজার বেইজের নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেজার বেইজটি নির্মাণে ব‍্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এতে চার তলা অফিস ভবন, চার তলা স্টাফ ডরমেটরি,  একটি ওয়ার্কশপ রয়েছে।

শিমুলিয়ায় ড্রেজার বেইজটি মাওয়া এলাকাসহ মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর,শরীয়তপুর এলাকায় নৌপথ খননে  তদারকি সহজতর হবে। শিমুলিয়ায় ফেরি, লঞ্চঘাটসহ অন‍্যান‍্য ঘাটগুলোর ব‍্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি শিমুলিয়ায় অবস্থান করে সার্বক্ষণিক ও সুষ্ঠুভাবে বন্দর কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ছাড়াও নারায়ণগঞ্জে ড্রেজার বেইজ চালু হয়েছে। বরিশাল, আরিচা ও খুলনায় ড্রেজার বেইজ  উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নতুন আরো ছয়টি ড্রেজার বেইজ নির্মাণের কার্যক্রম চলছে।

Link copied!