জুলাই ২৩, ২০২২, ১০:৪১ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নাম সর্বস্ব দলের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে। তিনি বলেন, ‘এবার দেখি কিছু কিছু দলের সঙ্গে তারা বৈঠক করছে। যেসব দল অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এদের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে তারা চরম রাজনৈতিক সংকটে আছে।'
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসিতে এক স্মরণ সভায় তিনি একথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গীতিকার আলম খান ও অভিনয় শিল্পী শর্মিলী আহমেদের মৃত্যুতে এই স্মরণসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত স্মরণসভা পরিচালনা করেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান। এ সময় বক্তব্য দেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেতা আলমগীর, সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রয়াত শর্মিলী আহমেদের ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।