জুন ২১, ২০২২, ০৭:৩২ পিএম
পুলিশ বাহিনীতে কর্মরত ১৫ হাজারের বেশি নারী সদস্যদের জন্য আলাদা ‘নারী পুলিশ ব্যারাক’ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পদ্মা সেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চ্যূয়ালি যুক্ত হন।
দেশে নারী পুলিশের সংখ্যা ১৫ হাজার জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে, শুধু দেশে না তারা আন্তর্জাতিকভাবেও সুনাম অর্জন করেছে।”
২৮ টি জেলায় নারী পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় আমাদের নারীদের জন্য আলাদা ব্যারাক নির্মাণ করে দেয়া হবে।”
জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যারাকগুলো ছিল, সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ। “