নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৫:২৪ পিএম

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন। একই সাথে বাংলাদেশে সার্বিক উন্নয়নকেও অনেক দেশের জন্য অনুকরণীয় বলে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের শীর্ষ ওই দুই কর্মকর্তা।  

স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) এক টুইট বার্তায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার টুইটে শেখ হাসিনার সাথে প্রদর্শণীর উদ্বোধনের ছবি টুইট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী হাসিনা ও বাংলাদেশের সাথে বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে।”

আরেকটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মধ্যাহ্নভোজ উপভোগ করার বিষয়টি উল্লেখ করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। ওেই টুইটে লিখেছেন, “৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজ ও শুভ বৈঠক।” বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিটিও ওই টুইটে সংযুক্ত করেন তিনি।

 

এদিকে, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন মঙ্গলবা্র (২ মে) নিজের টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি টুইট করেছেন। টুইট বার্তায় তিনি লিখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগস্টের উপস্থিতিতে বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে একটি প্রভাবশালী অংশীদারত্বের ৫০ বছর উদযাপন। বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়নমূলক দেশ হিসেবে সাফল্যের গল্প তৈরি করেছে। দেশটির অনেক ভালো উদাহরণ রয়েছে, যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে।”

 

Link copied!