এপ্রিল ১৯, ২০২৩, ০৭:১৭ পিএম
ঈদুল ফিতরের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। কেউ যাতে নাশকতা করতে না পারে এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে শেখ হাসিনা আরও বলেন, “যারা নাশকতা করবে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কেউ যাতে নাশকতা করতে না পারে- এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা নাশকতা করবে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
বুধবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সাথে যৌথসভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন শেখ হাসিনার সাথে। পরে দলীয় সভাপতি উপস্থিত নেতাকর্মীদের সাথে ভিডিও কলে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফসহ ছাত্রলীগেরও বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন।
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, “এলাকায় কোনো দলাদলি করা যাবে না। মনোনয়ন দেব আমি। যারা মনোনয়ন পেতে আগ্রহী, সবাই এলাকায় একসঙ্গে কাজ করবে। কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি যাওয়ার সময় সতর্কভাবে চলাফেরা করা জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশনা দেন এবং বাইক চলানোর সময়ও যাতে সবাই সতর্ক থাকেন, সেই কথা মনে করিয়ে দেন।
সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে প্রদান করা নানা ধরনের ভাতা উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি-না সে বিষয়ে খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি-না সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন সরকারপ্রধান।
প্রসঙ্গত, এর আগেও ২০১৮ সালেল ৩১ অক্টোবর নিজের রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কলে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।