নাশকতার মামলায় হেফাজতের আরো তিন নেতা রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২১, ১১:২৮ পিএম

নাশকতার মামলায় হেফাজতের আরো তিন নেতা রিমান্ডে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রায় আট বছর আগের নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের আরও তিন নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এই আদেশ দেন।

এদিন হেফাজতের তিন নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এ পুলিশ কর্মকর্তা প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

তবে সেসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।

Link copied!