মার্কেটে আগুন নিয়ে সিটি করপোরেশন-ব্যবসায়ী পাল্টাপাল্টি দোষারোপ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ০৫:৩৬ পিএম

মার্কেটে আগুন নিয়ে সিটি করপোরেশন-ব্যবসায়ী পাল্টাপাল্টি দোষারোপ

রাজধানীর নিউ সুপার মার্কেটে (দক্ষিণ) অগ্নিকাণ্ডের ঘটনায় সিটি করপোরেশন ও ব্যবসায়ীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশন রাতে সাহরির সময় হ্যামার ও বুলডোজার দিয়ে নিউমার্কেট টু গাউসিয়া ফুট ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ হিসেবে অপসারণ করতে গিয়ে বৈদ্যুতিক তার স্পার্ক করে। এরপরই নিউ সুপার মার্কেট দক্ষিণে আগুন লেগে যায়।

সিটি করপোরেশন দাবি করছে, এখানে তাদের কোনো দায় নেই। তারা ব্রিজটি অপসারণের কাজ করে চলে যাওয়ার পর আগুন লেগেছে। আগুনের সাথে তাদের ব্রিজ অপসারণের কাজের কোনো সম্পর্ক নেই।

তবে মার্কেটের সিকিউরিটি ইনচার্জ মোস্তফা জানান, সিটি করপোরেশনের লোকজন যখন ব্রিজটি ভাঙা শুরু করেন তখনও বিদ্যুতের লাইন অন ছিল। তাঁরা ম্যাজিস্ট্রেটসহ ঢাকা সিটি কপোরেশনের আট জন লোক নিয়ে আসেন। সাথে নিউমার্কেট থানার কিছু পুলিশ সদস্য ছিলেন। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসের কোনো লোক ছিল না। তাঁরা যখন ভাঙা শুরু করে বিদ্যুৎ স্পার্ক করে দুইবার। এর ৩০ মিনিট পর মার্কেটে আগুন লেগে যায়। ধোঁয়া দেখে সিটি করপোরেশনের লোকজন সেখান থেকে চলে যায়।

এক ব্যবসায়ী বলেন, এটা কিছু স্বার্থান্বেষী লোক করেছে। সবসময় আগুন কেন সিটি কপোরেশনের আওতাভুক্ত মার্কেটেই লাগে? মার্কেটে রাত তিনটা পর্যন্ত দোকানে ছিলাম। আর সিটি করপোরেশনের লোক আসছে চারটায় আমরা চলে যাবার পর। কেনো তারা কাজ করতে এলো? এই মার্কেটকে বহু আগে থেকে ভেঙে ফেলতে নোটিশ দিয়েছে। আজ নিজেরাই শেষ করে দিল সব।

নিউমার্কেটের আরেকজন নাইটগার্ড জানান, আমাদের সাথেই সাহরি করেছিলেন মার্কেটের নিজস্ব ইলেকট্রিশিয়ান ভুট্টো। সিটি করপোরেশনের ভাঙতে এসেছে শুনেই চারটার দিকে ব্রিজের নিচে ছুটে যান তিনি। ওই সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার কথা বললে সিটি করপোরেশনের লোকজনের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। তবুও তাঁরা ভাঙতে থাকেন, যখন মার্কেট থেকে ধোঁয়া বের হয় তখন সিটি করপোরেশনের লোকজন চলে যায়।

নিউমার্কেটের থানার ডিউটি অফিসার সোহেল রানা বলেন, আমি কাল রাতে (১৪ তারিখ) থানার ডিউটিতে ছিলাম। রাতে সিটি করপোরেশন যখন ফুট ওভারব্রিজ অপসারণে যায় তখন আমাদের অফিস ইনচার্জ ওসি স্যারসহ সিটি মোবাইল টিম সেই অপসারণে গিয়েছিল। তবে কী ঘটেছে সেটা জানতে ওসি স্যারের সাথে কথা বলতে হবে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মনসুর হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আগুনের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে সিটি করপোরেশন। ওই বিবৃতিতে জানানো হয়, এই অগ্নিকাণ্ডের সাথে করপোরেশন কর্তৃক সেতু বিচ্ছিন্নকরণের ন্যূনতম কোনো সংযোগ নেই। কারণ-

(১) সেতু বিচ্ছিন্নকরণ স্থান হতে ৪০০ ফুটেরও অধিক দূরত্বে আগুন লেগেছে।

(২) সেতু বিচ্ছিন্নকরণে করপোরেশন কোনো গ্যাস কাটার ব্যবহার করেনি। হুইল এক্সক্যাভেটর ব্যবহার করে সেতু বিচ্ছিন্ন করা হয়েছিল। আর বিচ্ছিন্নকরণ স্থানে করপোরেশনের কর্মকর্তা, ডিপিডিসির কর্মকর্তা উপস্থিত ছিলেন যাতে করে নিরাপদে এই কার্যক্রমটি সম্পন্ন করা যায়। এছাড়াও সেতুর সাথে মার্কেটের সংযোগ বিচ্ছিন্নকরণের আগে থেকেই সেতুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

Link copied!