নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ে যা বললেন ফায়ার সার্ভিস প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ১১:৪৮ এএম

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ে যা বললেন ফায়ার সার্ভিস প্রধান

রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে বলে জানিয়েছেন  ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের চার নম্বর গেহটের সামনে ব্রিফিংয়ে মহাপরিচালক সাংবাদিকদের এমন তথ্য জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান বলেন, “সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে  আসলেও আমরা আগে ঘোষণা দেইনি। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুন নির্বাপণে সময় লাগবে।” দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

রাজধানীতে বঙ্গবাজার, নবাবপুরসহ বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনানাশকতা কি না-সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, “একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না—এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব।”

আগুন লাগার কারণ  সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “এখনো নির্ণয় করা হয়নি, অনুসন্ধানের পর জানা যাবে।”

প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।  কাছাকাছি হওয়ায় মাত্র তিন মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সময় বাড়ার সাথে সাথে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ইউনিট সংখ্যা বাড়াতে থাকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দল। পাশাপাশি র‌্যাব-পুলিশের সাথে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

 

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ সদস্য ও ৯ দোকান কর্মচারি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

Link copied!