নির্বাচন নিয়ে ইসি মুরব্বিয়ানা করতে পারবে না: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ১২:১৫ পিএম

নির্বাচন নিয়ে ইসি মুরব্বিয়ানা করতে পারবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। তবে ভোটের লাইন বাড়ানোর জন্য কেন্দ্রে আসার প্রথম দায়িত্ব ভোটারদের। নির্বাচন কমিশন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে কে নির্বাচনে আসবে, সে বিষয়েও মুরব্বিয়ানা করতে পারবে না।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারে না; শুধু সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাতে পারে। 

নির্বাচনে আসার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নিজেদেরই ঐকমত্যে পৌঁছাতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

Link copied!