নির্বাচন নিয়ে খেলা বিএনপিই খেলে: সংসদে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২২, ০৯:২০ পিএম

নির্বাচন নিয়ে খেলা বিএনপিই খেলে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন  নিয়ে খেলা বিএনপিই খেলে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে সংসদ নেতা বলেন, “ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের কথা তারাইতো ভুলে গিয়েছিল। জনগণের ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। এর ফলে ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হল।”

মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা আওয়ামী লীগই করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ  হাসিনা আরও বলেন, “স্বচ্ছ ব্যালটবাক্স আমাদেরই করা, প্রার্থীদের সম্পদের হিসাব দেওয়া, সরকারি চাকরিজীবি নির্বাচন করতে পারবে না। এই প্রস্তাবগুলো আমাদর দেওয়া। সেটা করেই নির্বাচন স্বচ্ছ হয়েছে। এসময় নারয়ণগঞ্জ সিটি নির্বাচন প্রমাণ করে দেয় আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় বলেও মন্তব্য করেন।

জাতীয় সংসদে ‘নির্বাচন কমিশন গঠন আইন’ পাস হওয়াকে গুরুত্বপূর্ন উল্লেখ করে সংসদ নেতা বলেন, “এই পার্লামেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ বিলটা পাস করতে পেরেছি। এই বিলে ২২ টা সংশোধনী বিরোধী দলের কাছ থেকে গ্রহন করা হয়েছে,।জাতীয় পার্টি, বিএনপি, ওয়াকার্স পার্টি, জাসদ সকলের বিল গ্রহন করেছে। এই বিল আর সরকারি বিল না, এটা বিরোধী দলের বিল হয়ে গেছে।”

প্রধানমন্ত্রী বলেন, “বিলটি ২০১৭ সালে যখন রাষ্ট্রপতি ডেকেছিলেন, তখনই  তিনি বলেছিলেন। আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এবার দেখা করার সময় রাষ্ট্রপতি বলেছিলেন, তিনি চান এই বিলটি উঠুক।”   

দেশের করোনাভাইরাসের পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  করোনার সংক্রমণ মোকাবিলায় টিকা নেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবাই টিকা নেবেন, স্বাস্থ্যসূরক্ষা মেনে চলবেন। যাতে অমিক্রনটা আমরা মোকাবেলা করতে পারি।”

Link copied!