ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:৪৯ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, রবিবার ভোট গণনার পর রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের গুলিতে শহীদুল ইসলাম নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ভোট গণনার সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। এসময় একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।
ঠাকুরগাঁও রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, “মেম্বর প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন।” মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।