নির্বাচনের নামে চলছে দস্যুতা: চরমোনাই পীর

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০২:০১ এএম

নির্বাচনের নামে চলছে দস্যুতা: চরমোনাই পীর

সারাদেশে নির্বাচনের নামে দস্যুতা চলছে। কোনো নির্বাচনেই মানুষ ভোট দিতে পারছেন না। বুধবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, ‘নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে। কোথাও কারও নিয়ন্ত্রণ নেই। প্রশাসন চলছে দলীয় মাস্তানদের কথায়’।

তিনি আরো বলেন, সারা দেশে চলমান ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মীদের সরকারদলীয় সন্ত্রাসীরা নজীরবিহীন হয়রানি করছেন। এমনকি সরকারদলীয় দস্যুরা বর্বরোচিত হামলা, প্রাণনাশের চেষ্টা, অপহরণ, মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে হয়রানি করার মতো ঘটনা ঘটিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে। নির্বাচনী এলাকায় বহিরাগত মাস্তানদের দিয়ে মহড়া দিচ্ছে।

বিবৃতিতে চরমোনাইয়ের পীর অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তারা সরকারদলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না।

ইসলামী আন্দোলনের আমির বলেন, কোনো নির্বাচনেই দেশের মানুষ ভোট দিতে পারছেন না। নির্বাচনে মানুষের বিন্দু পরিমাণ আস্থা নেই। তারপরও ইসলামী আন্দোলন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচনের মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে কোনো নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

Link copied!