নির্যাতনে আহত শিশু ঢামেকে, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২২, ১১:৪৬ পিএম

নির্যাতনে আহত শিশু ঢামেকে, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকার একটি মাদ্রাসায় শারীরিক নির্যাতনের শিকার এক ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক রেজাউল করিমের বর্বরোচিত নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছে শিশু শিক্ষার্থী ইয়াছিন শিকদার (১০)। এ অভিযোগে তারা সবুজবাগ থানায় মামলাও দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য ইয়াছিনকে ঢামেক হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তাদের বাসা সবুজবাগ উত্তরপাড়া এলাকায়। মাদারটেক আদর্শপাড়া আইনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সে।

ইয়াছিনের মা তানিয়া আক্তার জানান, ইয়াছিন ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। প্রতি বৃহস্পতিবার বাসায় আসত সে। শুক্রবারে থেকে আবার শনিবার মাদ্রাসায় চলে যেত।

তানিয়া বলেন, মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম পড়ালেখার অজুহাতে মাঝেমধ্যেই ইয়াছিনকে মারধর করতেন। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসার দ্বিতীয় তলায় ক্লাসরুমে পড়ালেখা করেনি অজুহাতে ইয়াছিনকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেন শিক্ষক রেজাউল করিম। এতে ইয়াছিন মাথায় গুরুতর আঘাত পায়। পরে খবর পেয়ে ইয়াছিনকে ফরাজি ও খিদমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে আজকে (রোববার) ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।

এ ঘটনায় ইয়াছিনের বাবা সুমন শিকদার বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে গ্রেপ্তারও করেছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান সুমন বলেন, মাদ্রাসায় এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিশুটির পরিবার থানায় মামলা করেছে। আমরা অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছি। আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

Link copied!