খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩-২০ গ্রেডের) কর্মচারী নিয়োগের ফলাফল প্রকাশের দাবিতে অধিদপ্তরের সামনে গণ অনশন কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা। এ কর্মসূচিতে অতিদ্রুত স্বচ্ছতার সাথে চূড়ান্ত ফলাফল প্রকাশ, পদসংখ্যা বৃদ্ধি, প্যানেলের মাধ্যমে অধিকসংখ্যক প্রার্থীকে নিয়োগের দাবিও জানান তারা।
রবিবার (৫ মার্চ) খাদ্য অধিদপ্তর ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, খাদ্য অধিদপ্তর ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না কোনো গাড়ি।
যতদিন না ফলাফল প্রকাশিত হবে ততদিন অনশন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। তারা বলেন, ‘বেশ কয়েকবার মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হলেও এখনও পর্যন্ত আমরা ফলাফল পাইনি। তাই আন্দোলন-অনশন ছাড়া আমাদের কোনো উপায় নেই।’
২০১৮ সালের ১১ জুলাই খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩-২০ গ্রেডের) কর্মচারী নিয়োগের ২৪টি পদে ১১৬৬ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে প্রায় ১৪ লক্ষ নিয়োগ প্রত্যাশী আবেদন করে। যার প্রিলি (লিখিত) পরীক্ষা ৫ নভেম্বর ২০২১ থেকে শুরু করে পর্যায়ক্রমে ৭ জানুয়ারি ২০২২ তারিখে দেশের বিভাগীয় শহরগুলোতে সম্পন্ন হয় এবং বিভিন্ন পদের ভাইভা ২৭ মার্চ ২০২২ থেকে ১১ এপ্রিল ২০২২ তারিখে ঢাকায় সম্পন্ন হয়।
প্রায় সাড়ে ৪ হাজার নিয়োগপ্রত্যাশী ভাইভা দেন কিন্তু কোনো কারণ না দেখিয়ে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। বারবার অধিদপ্তর থেকে রেজাল্ট প্রকাশের মৌখিক আশ্বাস দেওয়া হলেও ফলাফল প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, তারা চলতি বছর ২ জানুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেন। এছাড়াও, ৩ মার্চের মধ্যে ফলাফল প্রকাশের জন্য সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যেও ফলাফল প্রকাশিত না হওয়ায় গণ অনশনের আয়োজন করেন তারা।