নূর-কিবরিয়ার রাজনৈতিক দল আত্মপ্রকাশের পথে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৭:৩৯ পিএম

নূর-কিবরিয়ার রাজনৈতিক দল আত্মপ্রকাশের পথে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্য নিয়ে রেজা কিবরিয়া ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। রাজধানীর পল্টনের জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার ২৬ অক্টোবর বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে। বাংলাদেশ গণ অধিকার পরিষদ-এর মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

আহ্বায়ক কমিটি ঘোষণা হবে

দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি। আহ্বায়ক হিসেবে দলের নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান এবং গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। আর সদস্যসচিব হিসেবে থাকবেন কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সামনে আসা নুরুল হক নুর।

এ বিষয়ে নুর বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিল। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করব।

৩০০ আসনে প্রার্থী দেয়া হবে

বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নির্বাচনমুখী রাজনৈতিক দল বলা যাবে কি না, জানতে চাইলে নুর বলেন, অবশ্যই। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই এ রাজনৈতিক দল কাজ করবে। দল ঘোষণার পরই প্রাথমিক টার্গেট নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন নেয়া। রাজপথের কর্মসূচির পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়া।

দলের ২১ দফা কর্মসূচি ঘোষণা হবে

দল ঘোষণার পর কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে কি না, জানতে চাওয়া হয় নুরের কাছে। তিনি বলেন, কাল শুধু দলের ঘোষণা হবে। তবে দলের একটা রাজনৈতিক কর্মসূচি থাকবে। মাঠের কর্মসূচি না, দলের ২১ দফা কর্মসূচি।

রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়বে

দলের মূলনীতির ব্যাখ্যায় নুর বলেন, অধিকার বলতে এখানে আমরা বিশেষ করে সব মানুষের অধিকার- ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব অধিকার বুঝিয়েছি। আর ন্যায়বিচার বলতে, আইনের শাসন আছে, কিন্তু আইনের শাসনের মাধ্যমে নিরীহ মানুষও হয়রানির শিকার হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়। সে কারণে ন্যায়বিচার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।

Link copied!