নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ০২:০৬ পিএম

নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আত্মস্বীকৃত পলাতক খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডা সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চ্যুয়াল এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ জানান। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই ভার্চ্যুয়াল বৈঠকে কানাডাকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের টিকা দেয়ার বিষয়ে অবহিত করে তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কানাডা সরকারের সহায়তা চান।

ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশে ও কানাডার উন্নয়ন প্রকল্প এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ক্যারিনা গোল্ডের সঙ্গে আলাচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ড গত ১০ আগস্ট থেকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ভার্চ্যুয়ালি আলোচনা করে চলছেন।

Link copied!