ডিসেম্বর ২০, ২০২১, ১২:১৪ পিএম
দেশের সেবায় সবসময় নিজেদের প্রস্তুত রাখতে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, “সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধস্তনদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে বলে আশা করছি।”
নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে কাজ করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “দেশমাতৃকার সার্বভৌমত্ম ও নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। তোমাদের মনে রাখতে হবে, যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের উৎকর্ষ অর্জনের সূচনামাত্র।”
নৌবাহিনীকে যুগোপযোগি ও শক্তিশালী করার পাশপাশিদেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে সরকারপ্রধান আরও বলেন সরকার প্রধান আরও বলেন, “বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল করেছে।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যে করোনা মহামারি চলাকালে আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সবাইকে ধন্যবাদ জানান।