সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:১৫ এএম
মুন্সিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের (২৬) জানাজা সম্পন্ন হয়েছে। শাওনের মৃত্যুর প্রতিবাদে শনিবার বিকাল তিনটায় নয়াপল্টনে যুবদল বিক্ষোভ সমাবেশ ডেকেছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে শাওনের প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানাজে শেষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এরপর মরদেহ তার পরিবার মুন্সিগঞ্জের মুক্তারপুরের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা ছয়টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স নয়াপল্টনে পৌঁছায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার প্রতিশোধ নেয়া হবে। শাওন গণতন্ত্র, ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে।’
তিনি বলেন, ‘শাওনদের রক্ত বৃথা যেতে দেব না। সরকার পতনের মধ্য দিয়ে হত্যার বদলা নেব। এরপর জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজে পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন শাওন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। গত জুলাই থেকে বিএনপির নানা কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও অংশ নেন।