পঞ্চগড়ের ঘটনার প্রতিবাদে সারাদেশে যুবলীগের শান্তি সমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৩:০০ এএম

পঞ্চগড়ের ঘটনার প্রতিবাদে সারাদেশে যুবলীগের শান্তি সমাবেশ

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার না করে বিএনপি-জামায়াতের উচিত দেশের জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া। ক্ষমতায় আসতে যদি জনগণের জান-মালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় তাহলে রাজপথেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। দেশব্যাপী আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (১১ মার্চ) পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের সব জেলা ও মহানগরে শান্তি সমাবেশ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় মিরপুর-১০ নম্বর গোল চত্বরে এবং যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় যাত্রাবাড়ীর শেখ রাসেল পার্কের সামনে শান্তি সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে যুবলীগ নেতারা বলেন, যুবলীগের নেতা-কর্মীরা আদর্শহীন রাজনীতি করে না। পাকিস্তানের তাবেদারি রাজনীতি করে যদি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয় যুবসমাজ তা মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, পালিয়ে যাবে বিএনপি, তারা বাংলাদেশের মানুষকে ধারণ করে না। তাদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই।  বিএনপি-জামায়াত ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের মোকাবিলা করতে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Link copied!