দেশের বিভিন্ন অঞ্চলের দুই লাখ পথশিশুকে জন্মনিবন্ধন সনদ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
প্রান্তিক জনগোষ্ঠী ও খেলাধূলা নিয়ে কাজ করে ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট’ সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
ব্যারিস্টার তাপস কান্তি বল সংবাদমাধ্যমকে বলেন, “বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে দুই লাখের বেশি পথশিশু রয়েছে। এসব শিশুর জন্মনিবন্ধন সনদ নেই। জন্মনিবন্ধন সনদ না থাকার কারণে পথশিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই রিট দায়ের করেছি।”
তিনি জানান, আজ ওই রিট শুনানির জন্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে তালিকার ১০৬ নম্বরে ছিল। তবে আজ শুনানি হয়নি। আশা করছি আগামীকাল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।