পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না: শেখ পরশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ১২:৩৭ এএম

পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না: শেখ পরশ

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা করবেন না।’

আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের বরিশাল যাওয়া প্রসঙ্গে পরশ বলেন, মির্জা ফকরুল বরিশালে গিয়েছেন প্লেনে করে। কারণ শেখ হাসিনার তৈরি পদ্মা সেতু দিয়ে তিনি যেতে লজ্জা পেয়েছেন। পদ্মা সেতু দিয়ে যেতে লজ্জা পাবেন না। আমি বলতে চাই, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে আপনারা বাধ্য। সড়ক পথে গেলে সেটাও শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই।

বর্তমান দেশটা বৈশ্বিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সবকিছুর দাম বেড়েছে আমি জানি সবার কষ্ট হচ্ছে। তবে এটা বৈশিক মন্দার কারণে সারাদেশের সমস্যা। এই সমস্যা শেখ হাসিনার নেতৃত্বে খুব শিগগির কাটিয়ে উঠবে।

পরশ বলেন, প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি একসঙ্গে থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। যে উন্নয়ন আমাদের শেখ হাসিনা দিয়েছেন সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে।

Link copied!