পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০২:২৪ পিএম

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে

এবার ঈদুল ফিতরে মোটরসাইকেলে পাড়ি দেয়া যাবে পদ্মা সেতু।  আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এই সুযোগ পাচ্ছেন চালকরা। কিছু শর্ত সাপেক্ষে দেশের দীর্ঘতম এ সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেক বৈঠকের পর এই তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে। সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সেতু বিভাগের পক্ষ থেকে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। বিষয়টিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে।

কয়েক দিন আগে এক ঘোষণায় বলা হয়, ঈদ যাত্রায় পদ্মা সেতু ছাড়া দেশের সব মহাসড়কে মোটরসাইকেল চলবে।

গত বছর ঈদুল আজহায় সব মহাসড়কে সাতদিন মোটরসাইকেল বন্ধ ছিল।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। এর পরদিনই এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন ২০২২ (সোমবার) সকাল ছয়টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিরুদ্ধে রিটটি করেন এক ব্যক্তি হয়েছিল। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ কেন বেআইনি হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছিল রিটে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় এ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটটি খারিজ হওয়ায় সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকে।

Link copied!