জুন ২৫, ২০২২, ১২:৩২ পিএম
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের সুফল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে দুর্যোগের সময় এতো আনুষ্ঠানিকতা না করলেও চলতো বলে তিনি মনে করেন।
শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, “পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এটা আমাদের দেশের সেতু এবং দেশের গৌরব।”
তবে এই সেতু নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে কাদের সিদ্দিকী আরও বলেন, “কেউ ভালো কাজ ফল পাবে না, এটাতো হয় না। কিন্তু এ সেতু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এটা আমাদের দেশের সেতু এবং দেশের গৌরব।”
পদ্মা সেতু প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল-মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, “এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে। আমার অনুরোধ থাকবে এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করা সময় নেই।”
কাদের সিদ্দিকী আরও বলেন, “যারা বলেছে পদ্মা সেতু হবে না, তাদের বিশ্বাস ছিলো না পদ্মা সেতু হবে। কাজ শুরু হওয়ার আগেই দুর্নীতির অভিযোগে সৈয়দ আবুল হোসেন এর মতো একজন সাহসী সৎ মানুষের পদত্যাগ করতে হয়েছে।
তিনি বলেন, “যারা বিশ্বাস করে নাই পদ্মা হবে তারা আজ সেতু দেখে বিশ্বাস করবে, তাই বলে তাদের তাদের মাটির তলে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা কোনকিছুতেই মানুষকে অপমান করার চেষ্টা করি। এটা ঠিক না/মানুষ ভুল করেই। ভুল করলেই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে এটা ঠিক না।”
দুর্যোগের সময় এত আয়োজন করা ঠিক হয়নি মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “পদ্মা সেতুর উদ্বোধনের আয়োজনে ত্রুটি রয়েছে। এতো টাকা খরচ না করলেও হতো। এ টাকা যদি সিলেট, নেত্রকোণা, হবিগঞ্জের মতো জায়গায় কাজ করতো তাহলে আরও ভালো হতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেখানে কাজ করতো আরও ভালো হতো।”