পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২২, ০৮:২৪ এএম

পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকবে: প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব মোকাবেলায় অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ আহবান জানান। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ডলারের মান অস্বাভাবিক হারের বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়া নিয়ে করণীয় ঠিক করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোন জায়গায় নিষেধাজ্ঞা দিলে ভালো হবে, কোন জায়গায় নিষেধাজ্ঞা উন্মুক্ত করলে ভালো হবে—এই বিষয়গুলো নিয়ে আগামী দু-তিনের মধ্যে আলোচনা করে ও ডলারের সংকট কীভাবে সমাধান করা যায়, সেটি বসে ঠিক করতে বলা হয়েছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে পরিপূর্ণভাবে জানিয়ে দেবে। বিদ্যমান পরিস্থিতিতে কী করণীয়, তা দেখতে বলা হয়েছে তাদের। কী ধরনের ব্যবস্থা হতে পারে, তার একটি ধারণাও দেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘ধরুন, আপনি একটি সুপারিশ করলেন ফলের ওপর কর বাড়িয়ে (বিদেশি ফল আমদানির ওপর) দিতে। যাতে ফল বেশি না আসে। কারণ, এই বৈশাখ মাসে আম, জাম, কাঁঠাল ইত্যাদি দেশীয় ফল পর্যাপ্ত থাকে। এখন এটি যৌক্তিক বা অযৌক্তিক কি না, সেটি বিবেচনা করা।’ তিনি বলেন, বছরে প্রায় ৯ হাজার কোটি টাকার ফল আসে। এ রকম বিভিন্ন বিষয় আলোচনার পর আগামী দু-তিন দিনের মধ্যে একটি পরিকল্পনা করে জানিয়ে দেওয়া হবে।

জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‌‘জুনের শেষ সপ্তাহের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এর নাম পদ্মা সেতুই থাকবে, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

Link copied!