চাঁপাইনবাবগঞ্জে ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এই দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ হোসেন দ্যা রিপোর্ট ডট লাইভকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ২টার দিকে নৌকাটি পাঁকা ঘাট থেকে যাত্রা শুরুর ১৫/২০ মিনিটের মধ্যেই মাঝ নদীতে দূর্ঘটনাটি ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ হোসেন দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, ‘বুধবার বেলা দুইটার দিকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি আনুমানিক ৪০ জন যাত্রী ও মালামাল নিয়ে রওনা হওয়ার ১৫/২০ মিনিট পরই গন্তব্যস্থলের কাছাকাছি এসে তীব্র বাতাসের কবলে পড়ে ডুবে যায়’।
শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ হোসেন দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, ‘এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন’।
তিনি আরো বলেন, ‘প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। আমরা ধারনা করছি, নিখোজ হওয়া ব্যক্তিরা স্রোতের তোড়ে পদ্মানদীর ভারতীয় অংশে চলে গেছ‘। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্র চলমান থাকলেও আগামীকালের আগে সবাইকে হয় উদ্ধার করা সম্ভব হবে না বলেও জানান তিনি।