পররাষ্ট্রসচিবের দেখা না পেয়ে ফিরে গেলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০২:৪৬ এএম

পররাষ্ট্রসচিবের দেখা না পেয়ে ফিরে গেলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

পূর্ব নির্ধারিত সূচি ঠিক না থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রায় এক ঘন্টা অপেক্ষার পরও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে না পেরে ফিরে গেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

সোমবার পররাষ্ট্রসচিবের বরাত দিয়ে প্রকাশিত দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার (৪ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মেমেনের সঙ্গে বিকেল ৪টায় কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাতের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বিকেলে কানাডার হাইকমিশনারের সঙ্গে হাজির হয়েছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

ওই সময় কানাডা হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোনে জানানো হয়, কানাডার হাইকমিশনারের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত রয়েছেন। দুই কূটনীতিক একসঙ্গে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করবেন।

ওই দুই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর কানাডা হাইকমিশন এ তথ্য জানায়।এমন এক বিব্রতকর পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি পররাষ্ট্রসচিবকে জানান। পররাষ্ট্রসচিব তখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেখা করার বিষয়ে আগে জানিয়েছেন কি না। কর্মকর্তারা  ‘না’ বোধক জবাব দিলে পররাষ্ট্রসচিব  সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি কানাডার হাইকমিশনারের সঙ্গে দেখা করবেন। পরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে পারবেন।

পররাষ্ট্রসচিবের এ সিদ্ধান্তের কথা কানাডার হাইকমিশনার লিলি নিকোলসকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। এরপরও কানাডার হাইকমিশনার একসঙ্গে দেখা করার জন্য অনুরোধ জানান।  এবিষয়ে যুক্তি তুলে ধরে বলেন, কানাডা ও নেদারল্যান্ডস একই বিষয়ে আলোচনা করতে এসেছে।

একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যর্থনাকক্ষে রেখে সচিবের দপ্তরের দিকে পা বাড়ান কানাডার হাইকমিশনার। তাঁদের পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট পর শুরু হয়।

আর নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রায় এক ঘণ্টা অপেক্ষা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

Link copied!