ঢাকাসহ ৫ জেলার ডিসিকে ডেকেছে হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০১:৪২ পিএম

ঢাকাসহ ৫ জেলার ডিসিকে ডেকেছে হাইকোর্ট

আদালতের আদেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ঢাকাসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) ডেকেছে হাইকোর্ট।  ঢাকা ছাড়াও মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসককে আদালত এসে ব্যাখা দিতে বলা হয়েছে। আগামী ১৭ মে তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে করা আবেদনের শুনানির সময় বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

গণমাধ্যমে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ।

তিনি বলেন, আমাদের সংগঠন থেকে পরিবেশ দূষণ রোধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত আদেশ দিয়েছিলেন লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধ করতে। কিন্তু আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি। পরে আদালত অবমাননার আবেদন করা হলে শুনানি শেষে হাইকোর্ট আজ এ আদেশ দেন।

Link copied!