চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের জন্মদিন উদযাপনের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবসহ সংশ্নিষ্টদের এ নোটিশ পাঠান।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পরীমনিসহ বিভিন্ন ব্যক্তির গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ করে এমন সব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে না সরানোয় বিটিআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। তবে এ বিষয়ে বিটিআরসিকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে রিট দায়ের করায় হাইকোর্ট এ সংক্রান্ত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন।
আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদই এ রিট করেছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি বিটিআরসিসহ সংশ্নিষ্টদের আইনি নোটিশটি পাঠান।
এ প্রসঙ্গে তাসমিয়া নুহিয়া আহমেদ গণমাধ্যমকে বলেন, বিটিআরসি ভিডিও সরাতে কোনো পদক্ষেপ না নিলে নোটিশের কপি সংযুক্ত করে হাইকোর্টে আবারও সম্পূরক রিট আবেদন করা হবে।