পর্যটন খাতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেল ২৫ ব্যক্তি ও সংগঠন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:২৮ পিএম

পর্যটন খাতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেল ২৫ ব্যক্তি ও সংগঠন

বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসেসিয়েশন (বিটিইএ) পর্যটন খাতে অবদানের জন্য ২৫ ব্যক্তি ও সংগঠনকে অ্যাওয়ার্ড দিয়েছে। দেশের পর্যটন উন্নয়নে কাজ করার জন্য ১১টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

লাইফস্টাইল ট্যুরিজমে অন্তর শোবিজ ও অপূর্ব ডটকম, ট্রান্সপোর্টে এমভি বে ওয়ান ও এমভি সান ওয়ে, আবাসনে জলতরঙ্গ রিসোর্ট ও হিলভিউ হোটেল, ডোমেস্টিক ট্যুরিজমে এভারগ্রীন ট্যুরিজম, চক্কর ট্যুর এন্ড ট্রাভেলস ও হ্যামক ট্যুরিজম বিডি, মিডিয়ায় সাপ্তাহিক মেসেজ বাংলাদেশ ও বাংলাভিশন, প্রশিক্ষণে এনএইচটিটি ও প্রফেশনাল কুকিং একাডেমি, থিম পার্কে ফ্যান্টাসি কিংডম, ভিন্ন জগত, ইনাবাউন্ডে ট্রাভেলার্স হাব লিমিটেড, প্যারেন্টস এভিয়েশন লিঃ অর্গানাইজেশনে কুয়াকাটা ট্যুরিজম মেনেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফসিটিসি এই অ্যাওয়ার্ড পায়।

এছাড়া, গাইড ক্যাটাগরিতে আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, ফুড এন্ড বেভারেজে মিলিং ইঞ্জিনিয়ার ফেরদৌস খান, ইয়াং এন্টারপ্রেনার হিসেবে ইমরুল কায়েস লিওন অ্যাওয়ার্ড অর্জন করেন।

সংগঠনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও পরিচালক (অপারেশান) কিশোর রায়হানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন।

গেস্ট অফ ওনার হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন সিভিল অ্যাভিয়েশন এন্ড ট্যুরিজম মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা-এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এবং ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, ওয়াল্ড ট্রাভেলার্স ক্লাব লিঃ এর প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনুসহ অনেকে। 

Link copied!