শপথ নিলেন সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রগণ। সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। একই স্থানে দুপুর ১২টায় শপথ অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের।
প্রথম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনকে শপথবাক্য পাঠ করান।
দ্বিতীয় পর্বে রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান সরকারপ্রধান।
এছাড়া, একই অনুষ্ঠানে সিটি করপোরেশনগুলোর কাউন্সিলরদের শপথবাক্য পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন যথাক্রমে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এর আগে, গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত ও তালুকদার আবদুল খালেক বিজয়ী হন।
এরও আগে. গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।