পাহাড়ের ১৩০ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২২, ০৭:৪৪ পিএম

পাহাড়ের ১৩০ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা- খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ১৩০টি অবৈধ ইটভাটা ছয় সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেই সঙ্গে ওই ১৩০টি নিবন্ধনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পার্বত্য তিন জেলায় বিভিন্ন ইটভাটা লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে জানিয়ে মনজিল মোরসেদ বলেন, “ইটভাটায় কাচাঁমাল হিসেবে পাহাড় কেটে মাটি ব্যবহারের পাশাপাশি বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।”

Link copied!