এপ্রিল ২৩, ২০২১, ০৫:৩৬ পিএম
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ ও ধোঁয়ার কারণে আহত হয়েছে অন্তত ২১ জন।
নিহত ৪ জনের মধ্যে দু‘জন ছিলেন ওই ভবনের দারোয়ান। তাদের একজনের নাম রাসেল মিয়া এবং অপরজন ওয়ালিউল্লাহ। নিহত আরেকজন হলেন চতুর্থ তলার বাসিন্দা ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া। নিহতদের মধ্যে দু’জনের বাড়ি চাঁদপুরে।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটির আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ‘এ পর্যন্ত ২১ জন এসেছে, তাদের সবার কেমিক্যালের ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। এদের মধ্যে দু’জনকে আইসিইউতে পাঠানো হয়েছে।’
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ‘আগুনের ঘটনায় ভবন থেকে একজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় অন্তত ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের চিকিৎসার জন্য সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’