পুলিশ হত্যার আসামির জুয়েলারি শপ উদ্বোধনে দুবাইয়ে সাকিব!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ০৭:৪০ পিএম

পুলিশ হত্যার আসামির জুয়েলারি শপ উদ্বোধনে দুবাইয়ে সাকিব!

ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছেন বিশ্ব ক্রিকেটের সেনশেসন সাকিব আল হাসান। এরইমধ্যে শোনা গেল তিনি দুবাই গেছেন একটি জুয়েলারি শপ উদ্বোধন করতে। সাকিবের জন্য এটিও বিশেষ কিছু নয়। কিন্তু যে শপটি তিনি উদ্বোধন করছেন সেটির মালিক নাকি ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি আরাভ খান।

ওই হত্যা মামলার এজাহার অনুযায়ী, আরাভের আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশে জমা দেওয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।

পুলিশ সদস্য মামুন খুনের এ মামলায় আরাভের বদলে আবু ইউসুফ লিমন নামের এক তরুণকে কারাগারেও পাঠানো হয়েছিল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) খেলার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০১৮ সালের জুলাইয়ে মামুন ইমরান খান হত্যা মামলার আসামি হিসেবে লিমনকে কারাগারে পাঠানো হয়। পরে জানাজানি হলে আদালত লিমনকে খালাস দেন।

shakib-arav khan

জুয়েলারি শপ উদ্বোধনে সাকিব ছাড়াও থাকবেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল হোসেন আলমও। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে এই আরাভ খানই ছয় নম্বর আসামী। এ ঘটনায় আরাভ খানকে ডিবি পুলিশেও ডাকা হয়েছিল। অবশ্য পরে পাসপোর্টের নাম পরিবর্তন করে তিনি বিদেশে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে খুন হন মামুন ইমরান খান। এ ঘটনায় ওই বছরের ১০ জুলাই মামুনের ভাই ঢাকার বনানী থানায় মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলা ও নথিপত্র থেকে জানা যাচ্ছে, নারীদের টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের কবলে পড়েছিলেন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা।

ওই মামলার ৬ নম্বর আসামিই এই আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। কিন্তু তার পরিবর্তে আবু ইউসুফ লিমনকে ২০২১ সালের ২০ অক্টোবর ঢাকার আদালতে আত্মসমর্পণ করানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠান।

মামলার প্রকৃত আসামি রবিউল ইসলাম ওরফে আপনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে।

আজ ১৫ মার্চ আরাভ জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান দুবাইয়ে উদ্বোধন করা হবে। প্রতিষ্ঠানটির কর্ণধার আরাভ খান। এ স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ হলো এই আরাভ খান ওরফে রবিউল ওরফে হৃদয়ের জুয়েলারি উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে তিনি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন।

SI Mamun

পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খান। ফাইল ছবি: সংগৃহীত

তারই মতো ঘোষণা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আরও কয়েকজন ক্রিকেটার। উদ্বোধনে থাকার কথা সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমরেও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (খিলগাঁও জোনাল টিম) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিদুর রহমান এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, আরাভ জুয়েলারি শপ উদ্বোধনের বিষয়টি ফেসবুকে শেয়ার করার পর তা আমাদের নজরে আসে। পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল আরাভ নামে ফেসবুক আইডি চালাচ্ছেন। তার দুটি পাসপোর্ট আমাদের কাছে এসেছে। একটি বাংলাদেশি, অপরটি ভারতীয়। তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অপরাধীকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Link copied!