পুলিশি বাধায় পণ্ড মহিলা দলের মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০৭:৩৯ পিএম

পুলিশি বাধায় পণ্ড মহিলা দলের মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে জাতীয়তাবাদী মহিলা দলের মৌন মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর নয়াপল্টনে এই মিছিল শুরু করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মহিলা দলের নেতাকর্মীরা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, “প্রশাসন আমাদের মৌন মিছিল করতে দেয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা এই অবৈধ সরকারের পতনের অপেক্ষায় আছি।”

এদিকে মহিলা দলের মৌন মিছিলে বাধা প্রসঙ্গে পুলিশের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, “মহিলা দলের অনুমতি ছিল না। এমনিতেই নগরীতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর মধ্যে তারা যদি সড়কে নামে তাহলে যানজটসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ কারণে তাদের বিক্ষোভ মিছিল করতে দেয়া হয়নি। দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছে।পুলিশি বাধায় পন্ড মহিলা দলের মৌন মিছিল।”

এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা নিলোফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!