ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নির্বাচনী সহিংসতার সময় গুলিতে নিহত আট মাসের শিশু সুরাইয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিরডাঙ্গী ঈদগাহ মাঠে জানাজা শেষে সুরাইয়ার দাফন সম্পন্ন হয়।
বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। স্থানীয়দের অনেকে অভিযোগ করেছেন; পুলিশের গুলিতে সুরাইয়ার মৃত্যু হয়েছে।
বাচোর ইউনিয়নের ভিএফ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফল ঘোষণা করার সময় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুরাইয়া মিরডাঙ্গী দিঘীপাড়া এলাকার বাদশাহ মিয়ার মেয়ে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন; ঘটনার তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রাম কৃষ্ণ, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরে আলমকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।