পুলিশের হাতকড়াসহ যুবকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২১, ০৪:০৮ পিএম

পুলিশের হাতকড়াসহ যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে পুলিশের হাত থেকে পালানোর সময় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী থানা পুলিশ। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই যুবকের নাম সুজন সাহা (২৭) । তিনি সদর উপজেলার হাজিপুর এলাকার অজিত সাহার ছেলে।

নরসিংদী সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, মৃত সুজনের বিরুদ্ধে থানায় ১০টির বেশি মামলা ছিল। তিনটি মামলায় তার বিরুদ্ধে সাজাপা্রপ্ত ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার সকালে থানা পুলিশের একটি দল তাকে হাজিপুর এলাকার একটি চানাচুর ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার করে। হাতকড়া পরানোর সময় সে পকেট থেকে ছুরি বের করে পুলিশকে আক্রমণ করে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। পুলিশ তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।   

তবে স্থানীয় গণমাধ্যমে তার স্বজনরা অভিযোগ করে বলেন, হাতকড়াসহ তাকে বাবুল সাহা চানাচুর ফ্যাক্টরির শ্রমিকরা ও পুলিশ মারধর করে মৃত্যু অবস্থায় হাঁড়িদোয়া নদীতে ফেলে দেয়। পরে নদী থেকে জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Link copied!