পৌনে ১২ পর্যন্ত ভোট পড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ: জেলা প্রশাসক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৭:২৬ পিএম

পৌনে ১২ পর্যন্ত ভোট পড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বেলা পৌণে ১২টা পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সিটি নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বলেও তিনি জানান।  

নগরীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রবিবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি  মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি।”

জেলা প্রশাসক আরও বলেন, “বেলা পৌনে ১২টা পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। কোনো কোনো ভোট কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী ভোট নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি।”

মোস্তাইন বিল্লাহ নির্বাচন উপলক্ষে নেওয়া ব্যবস্থা সম্পর্কে বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে আইন–শৃঙ্খলা বাহিনী ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত আছেন। ৩৯ ম্যাজিস্ট্রেট কাজ করছেন।”

এর আগে ভোটদান শেষে প্রধান দুই মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার ‘ভোট সুষ্ঠু’ হচ্ছে জানান। তারা দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

Link copied!