প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি থেকে এখনো বিএনপি বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সাম্প্রদায়িক ও ষড়যন্ত্রের রাজনীতি নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি বলেও তিনি মন্তব্য করেন।
২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বেগম জিয়া। দেশের মানুষ সেগুলো শুনেছে। তামাশা ও প্রহসন করবেন না। নিজেরাই শিষ্টাচার বর্জিত আচরণ করে আর সেগুলো আমাদের উপর চাপাচ্ছেন।’বিএনপি এখনো দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিএনপি ‘৭১-এর ঘাতক, ‘৭৫-এর ঘাতক, ২০০৪ এর ঘাতক। তারা ২০১৩-১৪ সালে ক্ষমতার বাইরে থেকেও পুড়িয়ে মানুষ মেরেছে।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির এই সন্ত্রাস এখনো শেষ হয়নি।বিএনপি-জামাত চায় বাংলাদেশ হবে পাকিস্তানের কনফেডারেশন। তারা বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’