এপ্রিল ৪, ২০২৩, ০১:৫১ এএম
দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ‘সাংবাদিক হিসেবে নয়, বরং শিশু নির্যাতনকারী’ হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের তথ্যমতে, তিনি গ্রেফতার হয়েছেন শিশু নির্যাতনের জন্য। তিনি শিশুকে নির্যাতন করেছেন এবং শিশুকে অপব্যবহার করেছেন।”
পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এই দাবি করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, “আমরা ছবি দেখেছি। কেন আপনারা দেখেননি? তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী শিশু নির্যাতন করা হলে শাস্তি দেওয়া হয়।”
এর আগে, শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। কারণ তাকে গ্রেফতার করা হয়েছে ‘চাইল্ড অ্যাবিউজ ও চাইল্ড এক্সপ্লয়েটেশন’-এর জন্য।’
এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিনের পর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মুক্তি পান। শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত,উদ্দেশ্যমূলক নেতিবাচক সংবাদ প্রকাশের দায়ে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতদের আসামি করে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে আইনজীবী আবদুল মালেক ওই মামলা দায়ের করেন।